সময়ের ছানি পরা চোখে ঝাপসা দৃষ্টির উদ্বেগ
বিবর্ণ হয়ে যাওয়া আকাশ-মাথায় ছফেদ চুল  
ফ্যকাশে হয়ে যাওয়া কুঁচকানো প্রকৃতির চামড়ায়-
হতাশার অক্সিজেনে শ্বাস নেয় এ পৃথিবী,অতি কষ্টে ।  
অকেজো হয়ে যাওয়া প্রতিটি অঙ্গে কিংকোবড়ার-
বিষদাঁত নকশা,নীল ব্যথায় মাটির জমিন ক্ষতবিক্ষত  
টেনে যাও হে পৃথিবী, সাধ্যি যা আছে তার চেয়েও ঢের
তোমার নিয়তি লিখা আছে অদৃশ্য খাতায় অতি যত্নে  
বয়ে যাও অপরের পাপ এটাই তোমার প্রাপ্তি  
যতক্ষণ নেই শেষ, যতক্ষণ হবেনা সমাপ্তি ।