আমি দৈনন্দিন এক পথিক
সময়ের এই অনন্ত রাজ পথ ভালোবেসে
মুখ থুবড়ে তাই এই রাজপথেই পরে থাকি,  
কালের ভ্রান্তির তপ্ত মাচায় বেঁচে থাকার
অসভ্য রৌদ্রগন্ধী ঝিঙে ফুল শুকীয়ে
নিরস জমিনে ফেলে যায় আগামীর বীজ, দিনান্তে ।
তর্জনীর নিকোটিন দাগ উপেক্ষা করে-
দিনের পর দিন উড়াই পোড়া আক্ষাংখা র ধোঁয়া,  
তবুও,শ্বেত পায়রার ছদ্মবেশে আশা নামক আকাশে উড়ে
কিছু কৃত্রিম ভালোবাসা,কিছু কৃত্রিম সুখ  
আপন অভিজ্ঞতার প্রাচীন গ্রন্থে খুঁজে পাই  
সেই একই মরাগন্ধ সেই একই আর্তনাদের শব্দ
স্বপ্ন অভিলাষের  ব্রত সন্ন্যাসীর ইচ্ছে মৃত্যু নিত্য  
মহাকাল দ্রষ্টা র এই বুঝি অনাদিকাল অভিশাপ  
এভাবেই গিলি সুখের সরবত,আগ্নিও পিচ ঢালা রাজ পথে ।
উন্নাসিক সময় বড় বেপরোয়া আমাতে  দৈনন্দিন পথে
দৈনন্দিন আমার এই পথ চলায় ।