যেখানে তোমাকে লুকীয়ে রেখেছি পরম ভালোবাসায়
সে সুধু আমার বিধাতা জানে,  
আমি পৃথিবীকে আড়াল কোরে তোমাকে ছুঁই,
তোমার অপার সুন্দরের বন্দনায় মত্ত হই-
শুদ্ধ হই,প্রেমোসুর গুঞ্জরনে,    
অবিরত আলো ঝরে বুকের নীলিমায়
মুখর হয় জীবন অজস্র তরণে,
কেউ শুনবে না সে স্বর্গীয় সুর কখনোই,
যা হৃদয়ের হরসে বাজে লুক্কায়িত মায়ায়  
যেখানে তোমাকে লুকীয়ে রেখেছি-
সেই তো আমার পরম পাওয়ায় পরমায়ু  
মনুষ্য বসতির খরায় যা থাকে শীতল
যেখানে ঝরে তৃপ্তির শ্রাবণ বারো মাস
নিঝুম নক্ষত্রের জন্ম হয় প্রেম প্রনয়ে
আমি ডুবে যাই সেই মায়ার নিরবে
যেখানে তুমি আছো শুধুই আমার তুমি হয়ে,
খুব গোপনে,খুব সন্তর্পণে আকন্ঠ পান করি -
বিরহ অথবা সুখ রাশি রাশি,ওগো অবিনাশী !
তুমি আমার খুব গোপনের তুমি ।