জোছনা নেমেছে পৃথিবীর পথে পথে,
সবুজ মাঠ কিংবা নির্লজ্জ যমুনার জল,
সব গ্রহ নক্ষত্র ভেদে-
এই আলোর অরণ্য স্পর্শ করে
তোমাদের মনে মনে।


বেরসিক আগমনী শীত কিংবা অহেতুক এই হেমন্ত
সব ঋতু যেন তোমার ফেরারি বসন্ত।
কুহকী পূর্ণিমার ইন্দ্রজালে-
চুড়ির ঝন ঝন শব্দে,
মাঝ রাতে প্রেমের ডাকপিয়ন ছুটে চলে,
তোমাদের সৌখীন ঘরে ঘরে।


মরীচিকা এই প্রেম,  এই বালি-মরুঅন্ত,  
যেখানে আসেনা ডাকপিয়ন, পূর্ণিমা-
আসে শুধু কর্কশ গ্রীষ্ম, পিপাসা অনন্ত।  
তাই আরও প্রেম বিলাসী হও-
যতটা প্রেম বৃষ্টি নামাবে আমার চোখে।
আরও নির্দয় হও,  আরও বৃষ্টি হোক,  
আরও বৃষ্টি প্রয়োজন।