তুমি  প্রেম অন্বেষণ করো-
মহা কাশে কিংবা সমুদ্রের তলে।
আর আমি ভ্রমর হয়ে উড়ে বেড়াই
কৃষ্ণচূড়ার  ডালে।
তুমি প্রেম অন্বেষণ করো-
পাহাড়ে কিংবা অরণ্যে!
আর আমি কোকিল হয়ে বাসা বাঁধি
তোমার রাঙ্গা অঙ্গে।  
তুমি প্রেম অন্বেষণ করো-
আর আমি তোমাকে।
এভাবেই চলছে আমাদের বসন্ত
দিন-মাস-বছর অনন্ত।