চাঁদের বুক থেকে খসে পড়েছিলো  একটি তারা
তোমার চোখের পরে
আমি লেহন করে নিয়েছি তুলে
আমার বুকের পরে ।
সেই দিন আর এই দিনের পর
মৌমাছিদের গুঞ্জন থামে নাই
শুধু তোমার দু চোখ
আমার নীড়
আমার ভাষা
আমার  অনুভব ।

আমার নিরবতা তোমার কাব্য
আমার কথকতা তোমার জীবন
আমার রক্তে তাই  জ্বলে  তোমার
ছেঁড়া খোঁড়া  পাল  
তোমার নগ্নতা এই হাতের  মুঠোয়
ছেড়ে যাওয়া শাল আর মহুয়ার বনে
তোমার  আলিঙ্গনে  নির্মম ভালোবাসার পালক
লেগে আছে দুই হাতে  
আর এখন
এতটা প্রহর জুড়ে   আমি আর কোন কথা বল্বো না
না বলার যা
  যা বলার তা
বলেই তো দিয়েছি
অন্ধকার পাতায় পাতায় ।
http://www.tarunyo.com/shopnilshishir/blog/post20140802105444/