অঞ্জলির ফুলগুলির মতো, আকাশে তারারা
অর্পণ-উন্মুখ-নির্নিমেষ দৃষ্টি দিয়ে পৃথিবীকে ডাকে।
অযুত রশ্মি দিয়ে বাঁধে পাকে পাকে
কদাচিৎ এক-আধটি তারা আশ্রয় খুঁজে পায় পৃথিবীর বুকে-
তবুও অনাদিকাল তারাফুল অঞ্জলিতে ভরে
আকাশ অপেক্ষা করে থাকে।
কতকাল হলো আমিও দাঁড়িয়ে আছি
তোমার যাওয়ার পথের পাশে
চোখের কোণেও যদি দেখ- যদি দাঁড়াও
যদি ডাক এই চির পথিককে।
কিন্তু হায়- অশ্ব ও হাতিরা যেমন চলে যায়-
যুদ্ধবাজ পদাতিক সেনাদের ফেলে যাওয়া
পথের ধুলোর রেখা ধরে-
ঠিক সেভাবে তুমিও চলে যাও- প্রতিদিন
দেখনা বদ্ধ অঞ্জলি কেউ, প্রতিদিন দাঁড়িয়ে থাকে
তোমার আসা-যাওয়ার পথের বাঁকে। যদি নাও ডেকে-
যদি ছুঁয়ে যাও একবার অন্তত
কদম কেশরের মতো আঁখিপল্লবে।
ডাকনি, এসেছি- তাই- এত অবহেলা
খুশি হও অযাচিত প্রেমের পরাভবে-
শোন, শুনে রাখো; ভালোবাসার অভিশাপে একদিন তুমিও
ভালোবাসবে, একদিন আসবেই
আমি নয়- আমার প্রতীক্ষা-চিহ্নিত
এক অঞ্জলি ধূলি বুকে করে- আমিহীনতায় তুমি কাঁদবে।