এই জোছনা কবে আমার
মন জোছনা হবে
মধ্য রাতে আমার হাতে
তোমার হাতটি রবে?
তুমি আমি দুজন মিলে
অবাধ জোছনায়
সাঁতার দিবো ঝিলের জলে
মনাটা যাহা চায়!
পদ্ম শালুক ফুল গুলো সব
জেগে উঠুক ঢেউয়ে
জোছনা ভুলে তাঁরার ফুলে
দেখবো তোমায় চেয়ে।
আমরা হব গানের পাখি
বাপাশটাতে জোছনা রাখি
আকাশটাকে ছাউনি দিব
ফুলের বিছানায়,
তুমি আমি মধ্য রাতে
কণ্ঠ ছেড়ে হাওয়ার সাথে
সাঁতার দিব ঝিলের জলে
মনাটা যাহা চায়!
http://www.tarunyo.com/shopnilshishir/blog/post20140809035909/
প্রশ্নপত্র ফাঁস ও তরুণ সমাজ