আমরা কি এমন স্বাধীন দেশ চেয়েছিলাম ?
যেখানে আজও শিশুটি কাঁদে ক্ষুধার দহনে,
আজও মা ভোগেন পুষ্টিহীনতায়, ক্ষুধা ও দারিদ্রতায়।


এমন স্বাধীনতার জন্যেই কি দেশ স্বাধীন হয়েছিল ?
মায়ের পড়নে আজও সেই ছেঁড়া শাড়ী, মুখে বিষন্নতার ছাঁপ, চোখে জলধারা।


আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম ?
যেখানে দেশের রাজনীতি আজ দানবের হাতে,
শাসনের নামে চলছে শোষনের মিছিল,
সম্পদের পাহাড়ে ঘুমায় রাজনীতিবিদ ও আমলারা,
আর অসহায়-দরিদ্র মা তার শিশুকে নিয়ে পরে থাকেন নোংরা ফুটপাথ ও বস্তিতে।


আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম ?
যেখানে আজও আমাদের অর্থনীতি পর-নির্ভরশীল,
রাজনীতি, অর্থনীতি, ইতিহাস সবই করতে হয় আমদানী উত্তর-দক্ষিন ও পূর্ব-পশ্চিম হতে !
দেশ চলে সর্বদা এক অদৃশ্য শাষকদের ইশারায়,
আলো-আঁধার ও উত্থান-পতনের সব খেলাই চলে তাদের ইশারায়।


এমন একটি স্বাধীন দেশের জন্যই কি মুক্তিযুদ্ধ হয়েছিল ?
যেখানে আজও আমাদের কন্যা-জায়া-জননীর ইজ্জত লুটে
পাড়ার ঐ বখাটে ও ক্ষমতাধর লম্ফটেরা,
ইভটিজিং-এর শিকার হয়ে আত্মহত্যা করে হাজারো নারী,
আর অপরাধীর মহাজনেরা তাদের আমানতের খেয়ানত হতে দেয়না কখনই,
কারন নির্বাচনে ওরাই যে সম্বল ! জনতা কোন ছাঁই!


এমন দেশের জন্যেই কি স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ?
যেখানে রাজনীতির নামে আজও চলে ভন্ডামী,
যেখানে স্বাধীনতা বিরোধীরা আজও হুংকার দেয় ও সাচ্চা দেশ প্রেমিক সাজে
যেখানে আজও তাদের বিচারের বিপক্ষে রাজনীতি করা হয়, দেয়া হয় শেল্টার
হুমকি দেয়া হয় বিচার বানচালের, আবেদিত হয় বিদেশী মিশনে বিচার বন্ধের !!!


আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম ?


মাগো তোর হাত ছাড়বো না -http://www.tarunyo.com/shopnilshishir/blog/post20140806032441/