কথাটি এখনো ভাষা হয়ে ওঠেনি,
অথচ কেউ সন্তপর্ণে শুনে নিয়েছে
সে গোপন তিমির ধ্বনি।
আর আমি কী অসহায় প্রতিরোধে
একটু একটু করে চুরি হয়ে যাই-
তার চোখের পলকে পলকে!

যেভাবে ভাবালে
সেভাবে আর ভাবিনি কখনও আগে।
যেভাবে কাঁদালে
সেভাবে আর কাঁদিনি কখনও আগে।
হ্যা,এভাবেই চলুক নিরবধি
অসীম সময়ের স্রোত।
এভাবেই আমার অসংখ্য মৃত্যুর পরতে পরতে,
আমার অসংখ্য নান্দনিক সব ইচ্ছানামায়--
বেঁচে থাক বেঁচে থাকার চাহিদা,
আর স্বপ্নের মত বাস্তবের
অবাধ স্বচ্ছন্দ বিচরন।
চলুক এভাবে......।

যখন ছিলামনা ভেবেছিলে তখনও ছিলাম,
তোমার একাকী নির্জন রাতের হাহাকারে---
তোমার উদাসী দিনের বিষাদ জড়তায়।
তুমি খুঁজে দেখনি হৃদয় মেলে
দেখতে যদি দেখতে পেতে-
তাতে সুনিবিড় জড়ানো
এক গভীর সুখের অসুখঃ
অথচ তুমি ভুগেছো কত-
সে নাম না জানা অচেনা
অসুখের চিনচিনে ব্যথাতে!
আজ তার স্পষ্ট অবয়বে
অধরা স্বপ্নের বাস্তব অঙ্গীকার,
অযাচিত প্রথা সব লুটানো এখন
ভালবাসায় ঘেরা অপ্রথার পদতলে।
সে শুধু তোমার হবো বলে
শুধু তোমার রবো বলে!


http://www.bangla-kobita.com/shopnilshishir/post20140813010228/