এই অনন্ত নক্ষত্র পতনের শব্দ
ভেসে আসে কানে
তৃষ্ণা তবু জেগে রয়
অগাধ বিস্মিত বেদনায়!

একবার তুমি বুক পেতে দাও
আমি বিলীন হয়ে যাই
ঠিক যেমন
জীবন বিলীন হয় মৃত্যুতে।  

প্রেমহীন পৃথিবীতে
আজও কবিতা বেচেঁ আছে
সেইতো আধুনিকতর
পৃ্থিবীর সেরা বিস্ময়!
কিন্তু আমি বিস্মিত হইনা
কেননা তুমি লিখতে জানো বলেই লেখ,
বলতে জানো বলেই বলো,
শুধু জানিনা ভালবাসতে জানো কতটুকু।
তারপরেও হেলুসিনেশনে প্রেম ধরা দেয়
আর আমরা হই সফল প্রেমিক-প্রেমিকা যুগল,
বোধের বাইরের পরাবাস্তবতায়।

এই জন্ম জন্মান্ধ ছিল
ছিল বিবর্নতায় গাঢ় মলিন।
তুমি এলে বলেইতো
শিউলির নরম মাখা শুভ্র সময়
হাতের মূঠোয়;
রঙে রঙে রঙধনুর আবিষ্কার!