বিকট শব্দে নাইট গার্ডের বাঁশী বেজে উঠলো,
সমস্ত নিরবতা ভেঙে খান খান হলো কিছুক্ষন আগে...
আবার ঝাঁকে ঝাঁকে নিরবতা......জানালা খোলা,বাতাসের শীতলতায় টইটুম্বুর ঘর...
রাতের কালোতে কিছু্টা আলো এখনো ঝুলে আছে
অস্পষ্ট আকাশের সীমানা থেকে,
কিছুদুরের বাড়িগুলোও তার আবছায়া অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে,
আর তার সামনের পাতলা গড়নের গাছটি
বাতাসে তোড়ে আপ্রান নতি স্বীকার করছে যেন মাটির কাছে।
এরই মাঝে মেঘ ডেকে গ্যাছে কয়েকবার...................

এমন অনুকূল পারিপার্শ্বিকতায়ও একটা কবিতা আসেনি !

ওর কথা ভাবতে গেলেই এমন হয়
অরন্য এগিয়ে আসে নগরায়নের পথে_
গোগ্রাসে গিলে খায় কংক্রিট সভ্যতাকে।
পলক না ফেলতেই নিমিষে সবুজ হয়ে আসে
চেনাজানা রুক্ষ পটভূমি,
ওজোন গ্যাস বাড়তে থাকায়
নাতিশীতোষ্ণ আরামের আবদারে
আমার কেবল ঘুম পেয়ে যায়।
ওগো শান্তিময়...
ঘুমের মাঝে স্বপ্নের গভীরে
তোমায় নিয়ে সাতকাহন রচনা করবো
শোনাবো কিন্তু,হাতে সময় নিয়ে এসো ।
কোথাও আমি নেই  - Shopnil Shishir(MD.Shariful Hasan)
http://www.tarunyo.com/shopnilshishir/blog/post20140817123611/