আমিতো সেখানেই আছি
সেই অবিকশিত
ঘোরোয়া সভ্যতার মায়াজালে।
তবে কেন ক্রমাগত সংশয়ে
কেঁপে উঠি রোজ?
কিছু কি হারিয়ে ফেলেছি
কিছু কি হারিয়ে ফেলবো !
না......
স্থির চিত্রের মত নির্বাক বিস্ময়ে,
স্পর্শের অতীত কোনো
মুগ্ধ শিহরনে,আমি আমার
আপন পৃথিবীকে সাজিয়ে রেখেছি_
ভাবনার গহীনে,
মনোযোগের আধিক্যে,
চোখের নিবিড় স্বচ্ছতায়!

এই হাত ব্যর্থতার আরেক নাম
আকাশ ছুঁতে পারেনি,
ছুঁতে পারেনি
মুখচ্ছবিতে ভেঙে পড়া
এক একটা ঢেউ,
কিংবা এক একটা জোছনা রাত।
শুধু গোপন প্রেমের মত
বিষাদ মেখে,
আনাড়ী শব্দের ভাঁজে ভাঁজে_
তোমার নামে স্তুতিফলক
উন্মোচন করে রোজ।
আর তার পাশে বিমূর্ত স্বপ্নের
অব্যক্ত সংলাপ কী যে বলে যায়...
বুঝিনা...বুঝে উঠতে পারিনা !

এখনো অবচেতনার দৌরাত্বে
ঝাঁকে ঝাঁকে স্বপ্নের পাখি উড়ে যায়,
স্বপ্নের মাঝেই আবার
ক্লান্ত হয়ে ছায়া রেখে ফিরে যায়
অলৌ্কিক অধরায়।
আর ছায়ার পোস্টমর্টেম রিপোর্টে
লেখা থাকে 'ভালোবাসা' !