স্বপ্ন দেখার আজ আর কোন লক্ষ্য নেই,


কথা বলার কোন ভাষা নেই,


গান বাঁধার কোন সুর নেই,


পথ চলার কোন গন্তব্য নেই,


আমি এক হতভাগ্য পথিক


পথে পথে ঘুরছি দিক ভ্রান্তের ন্যায়।


এইতো, সেই দিন-


আমার ভাইয়ের বুকের রক্তে


লালাবৃত্ত হয়েছিল বর্ণমালা।


এইতো, সেই দিন-


শ্লোগানে শ্লোগানে মুখরিত


উনিশ শত সত্তররে গণঅভ্যুত্থান।


এইতো, সেই দিন-


একাত্তরের ষোল-ই- ডিসেম্বর


বাংলা হয়েছিল স্বাধীনতার রক্তান্ত প্রান্তর।


এইতো, নব্বইরে স্বৈরাচারি পতন


হাতে-হাত, কাঁধে- কাঁধ মিলিয়ে সকল


হয়েছিল এক মতন।