আমার নীরবতা ভাঙ্গতে এসোনা তুমি- লুকিয়ে তোমার পরিচয়।
অগোছালো সব দৃশ‍্যাবলীর করোনা অহেতুক সমন্বয়।
এসোনা তুমি চাঁদ হয়ে গো- জোছনার আঁচল পেতে,
থেকোনা তুমি বিলাসী হয়ে আমার ছায়াপথে।


আমার স্বপ্নে এসোনা তুমি- মিছে মায়ায় মিশে।
হতে চেওনা মহাকাব্যের ফড়িং তুমি উরুৎফুরুৎ বেশে।
এসোনা তুমি, শূন্যতাটা করতে পূরণ কচুর পাতায় নিয়ে জল।
একাকীত্ব আমারই থাক, নিভৃতে কাঁদুক অবিচল।


আমার একলা দিনে এসোনা তুমি- শোধ করতে প্রেমের ঋণ।
অভীপ্সার গোপন নয়নে বাজাতে যেওনা বিষের বীণ।
এসোনা তুমি অসহ যাতনায় দিবস-রাতে ব‍্যাথার পত‍্য হয়ে,
বরফগলা শীতল নদী ক্ষনস্থায়ী না যাক বয়ে।


আমার মেঘলা দিনে এসোনা তুমি- আচানক পীরিতের প্লাবনে ভাসাতে।
আবেগর ঐ মন্ত্র পড়োনা উজান নদীর বৈরীতাতে।
এসোনা তুমি- ক্ষতিগুলো সব পুষিয়ে দিতে,
যাক না থেমে দেহক্রিয়া ধারাবাহিক রক্তপাতে।