উদাস দৃষ্টি জলমগ্ন দূরের সবুজ পাতায়,
চঞ্চলা রমার স্মৃতির আবেশে অশ্রান্ত অভিপ্রায়।


শীতল নিস্তব্ধতায় আষাঢ়ের প্লাবন হৃদপিণ্ড যায় ছুঁয়ে।
রজনী বিষাদময় নোনা জল গড়িয়ে পড়ে দুটি লোচন ধুয়ে।


টুপটাপ শব্দের অবোধ যন্ত্রণায় নিঃশেষ অনুভূতি,ভারক্রান্ত প্রাণ।
চারপাশে মর্মবেদনায় কানে বাজে আহত পাখির গান।


গগনে তাকিয়ে আত্মকথন, ক্ষণগুনে গুনে প্রতিটি ফুটায়,
নৈঃসঙ্গ‍্য চিৎকারে সংলাপ বির্সজন দিয়ে  ধোঁয়াচ্ছন্ন সীমানায়।


দারুণ অভিলাষে আজ অমাবস্যা রাতেও রেখেছি খোলা- দক্ষিণের বাতায়ন।
বৃষ্টিস্নানের বায়না ধরেছে- অব‍্যাক্ত অনুভূতি আর  অনুরক্ত স্পন্দন।


নিঃসঙ্গতার দিনলিপীতে স্বপ্ন জড়িয়ে কলমি লতায়।
পঞ্চরসের বৃষ্টি চুমায় একাকী মনের মিলন সুতায়?


আম্বরে নেই নিশাকান্ত তবুও তোমাকেই খুঁজি।
চোখেও দেখিনি তোমায়, তবুও ভালোবাসা বলতে তোমাকে বুঝি।