"লিখা হয়নি একটি পূর্ণ কবিতা"
লিখেছি হিজিবিজি সব, কেবলই অযথা।
শত হাজার উপমার চাদরে ঢেকেছি কাঠ পুতুলের দেহ।
উপভাষা - উক্তি, প্রতিশব্দ কিংবা পঞ্চাশ বর্ণ নির্বিশেষে নিরিহ।


"লিখা হয়নি নামটা তোমার হৃদপিণ্ডে খুদায় করে"
যেটুকু রেখিছি ম্লান হয়েছে, ভেসে গেছে সব ছলনার ভিড়ে।
শত অভিমান ভুলে ছুটে এসেছি, তাড়া করেছে আলেয়ার মোহ।
নিখুঁত মায়া, প্রাণের আকুতি, কিংবা সুখানুভুতি নির্বিশেষে নিরিহ।


"লিখা হয়নি ডাইরি পাতায় তোমার সঙ্গে চলার কোন মূহুর্ত"
লিখেছি কেবল তারিখগুলো অহেতুক, অকারণে দেওয়া তোমার অলিখিত সব শর্ত।
করে খুনসুটি নির্ঘুম বিভাবরী জেগেছি কপোতজুটি কতো অহরহ।
হাতে হাত, চোখে চোখ, কিংবা হৃদস্পন্দন নির্বিশেষে নিরিহ।


"লিখা হয়নি হিসেবে করে লক্ষ কোটি স্মৃতি"
লিখেছি আমার ভুলগুলো সব, লিখেছি সমাপ্তি।
উপসংহারে নেই অভিযোগ, নেই দোষারোপ, কিংবা কলহ।
অর্ধ নির্বাপিত স্মৃতি, আত্মকেন্দ্রিক স্বপ্ন নির্বিশেষে নিরিহ।