আজ জবাব চাই,জবাব। স্বচ্ছ আর সুন্দর,
শুধু চাই জবাব, চাইনা কোন কিছুই অসুন্দর,
কোন অপ্রত্যাশিত কথা,কোন গর্জন বা হুংকার,
আজ চাইতে এসেছি অধিকার।


অনেক ধরেছি ধৈর্য, প্রান চাহে না আর সহিবার,
আজ সময় হয়েছে বুকে জমানো দুঃখ বলিবার,
আজ চাইবই অধিকার,
আজ বুকের বল সম্বল,চেতনা স্বাধিকার,


তোমরা করে যাচ্ছ নিবীড় শোষণ, আমরা তা সই,
তবে লাগে কেন তোমাদের আমরা যদি কিছু কই,
আমরা এসেছি বলতে ,তবে তোমরা কেন নাও হাতিয়ার,
আমরাও যদি জমাই আজ সব অস্ত্র বাংলার,
যদি সূচনা হয় আবার নতুন বিপ্লব,বাধে আরেক মুক্তিযুদ্ধ,
মরবি তোরাই শোষকের দল,হবি তোরাই শ্বাসরুদ্ধ,