আনমনা,
যদি কখনো বিষাদময় স্মৃতিরা তোমাকে ঘিরে ফেলে,
কিংবা মন কেদে উঠে ভীষণ্ণতায়,
চলে এস তুমি দহ্মিনের বারান্দায়,
আমি দহ্মিনা হাওয়া হয়েই এবার আসব,
আমি তোমাকেই ভালবাসব।


কিংবা আসব শরতের হীমেল হাওয়া হয়ে,
আর ছুয়ে যাব তোমার মন,
শুন্যে ভাসাব তোমার কেশ,করব খেলা সারাহ্মন,
এবার ছুয়ে দেখব তোমার মন।
আমি ছুতে চাই তোমার সে আনমনা স্বপ্নগুলো,
অপ্রকাশিত দুঃখগুলো,বিষাদময় সে আবেগগুলো,
তোমার সবকিছু  আমি আজ ছুতে চাই,
বিরহদের বিতাড়িত করে, তোমায় ভালবাসতে চাই,
তোমার স্বপ্ন হতে চাই।