ঘুম থেকে জেগে উঠেই ভাবি তোমার কথা,
মেয়ে আমি জীবনান্দ নই,তবে,তুমি আমার বনলতা,
তোমায় নিয়ে বাঁধিব স্বপ্ন,বাঁধিব নতুন সুর আর গান,
তোমাকেই সপিলেম প্রান।


মাঠে ঘাটে মেঠো প্রান্তরে, সর্বত্রই দেখি তোমার মুখ,
হাজারো দুখের ভীড়ে তুমি দিয়ে যাও অনাবিল সুখ।
টিক-টিক চলে ঘড়ির কাটা,আমি ভাবি সে তোমার নুপুর,
তোমার স্মৃতি হতে দেয়না, অলস কোন দুপুর।


তোমায় আকি,তোমায় লিখি,তোমাতেই দেই সুর,
তুমি আমার সন্ধ্যে, রাত,তুমিই আমার ভোর।
তোমার ঐ মিষ্টি হাসি কিযে ভালবাসি,কিযে লাগে ভালো,
তুমি আমার স্বপ্ন পাতায় একটু সুখের আলো।