জীবন যদি বৃহ্ম হয়,তোমায় বানাব তার মূল,
সুখ যদি হয় বৃহ্মের ফল,তোমায় বানাব মুকুল।
জীবন যদি হয় কবিতা,তোমায় বানাব তার ছন্দ,
সুখ যদি হয় ফুল তুমি আমি কীটপতঙ্গ।
তুমি যদি হও বৃহ্মের শাখা,আমি হবো তার প্রশাখা,
হৃদয়ের প্রতিটি পাতায় তোমার ছবিই আঁকা।
তুমিহীনা বৃথা সুখের প্রহর, তাইতো তোমায় খুজি,
তুমি আমার এ জীবনের দুঃখ সুখের পুঁজি।
তোমাতেই যে বাঁচি-মরি, ভাসি ডুবি তোমাতেই,
জীবন নামের গল্প লিখব, নাঈকা বানাবো তোমাকেই।