বিশেষ দিনের বিশেষ মুহুর্ত,
পুরো জাতি আজ স্বতঃস্ফুর্ত,
কেউবা স্বইচ্ছায়,কেউ বিবেকের তাড়নায়,
শহীদের প্রতি ছুড়ে দেয় একগুচ্ছ ফুল,
তাতেই কি মুছে যাবে জাতির সকল ভূল,
ঘুচে যাবে সকল ব্যাথা আর গ্লানি,
ওরে বীরের দেশে,সকল গল্প শেষে,
একি দেখি??
এযে নতুন পরাজয়ের হাতছানি।
প্রভাতফেরীতে দেখনা আজ কত-শত নবীন,
ফুল হাতে এসেছে ছুটে,
জানে না কি হয়েছিল সেদিন,
ওরে দেখ বাঙ্গালী কিভাবে শোধ করছে,
ভাষা  শহীদের  ঋণ।
দেখ কিভাবে ওরা করে শহীদের সম্মান,
ইতিহাসেই নেই কতজনার নাম,
এ কি নয় পুরো জাতির অপমান??