মন ভাল নেই,
বসে আমি একা,একাকী নিরালায়,
রুপালী চাঁদ দেখছি বসে দক্ষিণা বারান্দায়,
অনুভূতিতে তুমি মিশে আছ,
যেন কাধে হাত রেখে বসে আছ,
মাঝরাতের এই নির্জনতায়।


মন ভাল নেই,
দৃষ্টিযোগল যায় যতদুর,কোথাও কেউ নেই।
তাই বসে বসে তোমাকে আকছি,
তোমার চোখ,ঠোট,কান, নাক,
মনের মতোকরে দিয়ে যাচ্ছি সবই,
কিইবা করব বল,বসে বসে একাকী।
একাকীত্বতা যখন গ্রাস করে আমায়,
অজান্তেই চোখে ভেসে উঠে তোমার ছবি,
প্রাণভরা প্রণাম লহ তুমি,
তুমিই সত্য কবি।