বহুদিন পর আসিয়াছি আমি,
আমার স্বর্গলোক,
অবাক না হয়ে কি পারি!!
যদি ভূত দেখার মতোই করে দেখে আমায় শতলোক,
দেখে ক্ষুদ্রাকৃতি চোখে,
কত লোক,কত চোখ,ছেয়ে আছে আজি শোকে।


সমাজটা নিশ্চুপ তাই,
সংস্কৃত নামে দুর্বৃত্ততা ছড়াচ্ছে ধোয়া আর ছাই।
জনতাও আশার চোখে কুড়াচ্ছে  তাই!
ভাবে;যদি তারি মাঝে কোন রতন পাই,
একি আমার সোনার বাংলার রুপ?
এ ধোয়ায় ঢাকা মুখে শান্তির বানীরনিকুঞ্জ চাই,
মায়ের বদনে সোনামোড়ানো দেখতে চাই,
সোনার রুপেই আবার সোনার বাংলা চাই,
সবেই যদি গায় বাংলার গান, হবেও ১দিন তাই।


অস্ত্রের জবাবে কলম কোনদিনও অসহায় না।কলমই শক্তির উৎস।তাই সব কবিদের আহ্নবান,কলমকে সঠিক পথে চালান।