হাজারটা মিথ্যার মাঝে ভয়ঙ্কর কিছু সত্য আছে,
কষ্ট বুকে বেঁচে আছে যে,
তার কষ্টকর কতই না স্মৃতিই আছে?
খোলা পিন্জিরা, পায়ে শেকল,
তার কি কোন মানে আছে?
হাজারটা কষ্টের ভীড়ে, হয়তো কিছু হারিয়ে গেছে,
মনময়ূরী তাই গাইছে গান আজ,
পেখম মেলে নেচে নেচে।


তিমির শেষে সূর্য হেসে,
জানিয়ে দেয় সে বেঁচে আছে।
আধার কালো তারি ভয়ে হারিয়ে গেল,
আমাবস্যাও পালিয়ে গেছে।
তেমনি আমার বুকেও কত-শত কষ্ট জমা আছে,
তোরা দেখিস সুখটাই শুধু,
আমি জানি হৃদয়ে কত কষ্ট আছে।
মিথ্যার ভূবনে মিথ্যা সবই,তাই মরবে সবই,
সত্যই কেবল বেঁচে রবে।