একটি নারী,
সাথে একটি বাড়ি,
আর সাথে একটি গাড়ি,
এভাবেই চাহিদা শব্দটি বাড়তে থাকে,
আর মানবতার বাক্য তারই নিচে চাপা পড়ে মরতে থাকে।
এ শব্দগুলোর কাছে যেন মমতার বাঁধন,
মমতার হাজার শব্দমালা অসহায়!!
যান্ত্রিক শহরের মানব ও যান্ত্রিক,
মানবতা মৃতপ্রায়,
তুমি আমি মানব বেশি সত্যিই ভাই নিরুপায়।


আমরা মানবেরা,
নৈতিকতা ভূলে  চাহিদাকেই মুখ্য ভাবি,
ফরয মানি না অথচ সুন্নাহ্'কে ধরি!!
স্বার্থের জন্য কতজনারই পায়ে পড়ি,
জাত বেচে হলেও স্বার্থের উদ্ধার করি।
আবার হাঁসিমুখে বলে বেড়াই!!আলহামদুলিল্লাহ্‌, আমি মুসলমান,
হতাশ হলেও সত্যি,নগন্যেরই আছে ঈমান।