চারিদিকে অসংখ্য মাকড়সার জাল,
তারি মাঝে আমি।।
এমনি কিছু মাকড়সার জালে আবদ্ধ সবাই,
নিশ্চিত হরেকের মাঝেই তুমি।
নিঃস্তবদ্ধ চারপাশ, সারাশব্দ নেই কোন,
এরই কি নাম জীবন!!
নাকি সে কল্পলোকের কোন বদ্ধভূমি??


শৃংখলা নামের উদ্ভট সে শব্দই গড়েছে এ জাল,
অবাক তবে সত্যও বটে,
শৃংখলার সংজ্ঞাকারি সব বেটারাই মাতাল।
আমি নিশ্চুপ রই বলি না সত্য,
যদি শুনতে হয় আবার গালাগাল!!
তবে সত্য তোরা বুঝবি ঠিকই,
তা উদ্ঘাটন হবেই,আজ নয়তো কাল।
নাহয় শৃংখলের পায়ে রোজ চুমু খা,
শৃংখলই থাক অনন্তকাল।


আমি শৃংখলা বলতে চিনি না কিছু,
বুঝি শৃংখলার ধারক বাহক সবই উশৃংখল,
মীর জাফরও শৃংখল ছিল তাদেরই মত অবিকল।