বলে কি লাভ??
কিচ্ছু হবে না।আসবে না প্রতিবাদের ঝড়,
চারদেয়ালে সীমাবদ্ধকরণ সভ্য জাতির,
দেয়ালে মাথা ঠুকে মরে রোজ,,
নতুন আবিস্কার ভূবন স্বার্থপর।
আজকাল মিছিলে আর হয়না জনসমগম,
কলামিস্ট জাতি,কলামেই প্রতিবাদ করে ওরা,
সভ্যতা মানে কি এই চেয়েছিলাম আমরা!!
এ যেন কোন বিশেষ প্রজাতির ভেড়া।
সভ্যতা মানে যেন নিজেরঢোল নিজেই পেটান,
যার সমস্যা সেই ঠেকান!!
সারা রাত ক্ষিধায় অস্থির, দিনে আবার সৌখিন,
যদিও তোমরা তারে দাও নানান সংজ্ঞা,
আমি তারে করি এক শব্দে প্রকাশ "রংহীন"