বোঁকা উক্তি সবের করে চাষ,
যেন করেছি নিজেরই সর্বনাশ,
পরাজয় মেনে নিয়ে শেষে নিজেকে বোঁকা ভাবা,
সেযে ডিজিটালিস অভিলাশ।


প্রেম কি চিনে না প্রজন্মের আধাটাই, তবুও খায় ছেকা,
চুল দাড়ি বড় করে হয়ে যায় বেকা,
সিগারেটে লম্বা টান দিয়ে ধোয়া ছাড়ে চোখ দিয়ে,
মজা পায় আজকালকার ছেলেরা নিজেকে ভেবে দেশদাস।
সাহিত্যের কিছু না বুঝেই করছে সাহিত্যের উপহাস!
অবশ্য প্রজন্মকে আজ মানায়ও সে বেশে,
মন বলে যুগ যুগ ধরে থেকে যা তোরা তাই,
বেঁচে থাক তোদেরই মাঝে দাদা,
ঘরে ঘরে শোভা পাক ডিজিটাল দেবদাস।