কে আছিস?
আলোকিত শহরে রাত্রির শেষ প্রহরে কেরে জেগে আছিস!
কে জেগে আছিস কোলাহলধ্বনিহীন,দোষনবিহীন মুক্ত শ্বাস নিতে,
আর কে নিঃস্ব সহায় সম্বলহীন ভাবিস নিজেকে!!
কে আশাহীন বিষমনে বেঁচে আছিস এ পৃথিবীতে?
মন্থর হয়ে বসে আছিস কি কেউ প্রেমিকার প্রেমাঘাতে!!
কারা ঝিমিয়ে স্বপ্নজাল বুনিস অবহেলার প্রতিশোধ নিতে?
কে প্রেমিকারে ঘায়েল করবি ভেবেছিস নতুন কোন বিষআঘাতে?
কে প্রাণ থেকেও নিষ্প্রানের মতোই পড়ে আছিস পৃথিবীতে?
তোরা আয় সবে শান্তিনিকেতনে।


আয় গড়ি নতুন এক ভূবন,
আমরা আর নিতে চাইনা প্রেমিকার প্রতিশোধ,
প্রেমপ্রীতির পথে দেয়ালঘেরা বেষ্টনি বানিয়েই করব প্রতিরোধ।
বিশেষণমানিয়া প্রেম কি আবার, এবার
মানবপ্রেমিক আর প্রেম হোক,মানবে মানবেই প্রেম হোক,
মানবতাকে ভালবেসে নতুনভাবে   এক সংস্কৃত হোক,
তোদের উদাস মনের বিষাদের সুর, বিষে মেখে দেবে জানি আগামীর ভোর,
নিজেরে প্রকাশিত কর মানবের বেশে,কাটিয়ে নে তোর স্বপ্নের ঘোর।যেখানে
থেমেছিস সেই শেষ সীমানা নয়,যেতে হবে তোকে আরো বহুদূর।
শান্তিনিকেতন অপেক্ষায় তোর।