অনেক জ্বালা লুকিয়ে আছে, আমার এই হিয়ার মাঝে,
কাউকে শোধাই না,
অনেক জ্বালা প্রেরণা দেয় আমারে সকল কাজের মাঝে,
ভূলতে যে পারি না।
আমিও পোশাকধারী সুখী, পুষি হরেক জ্বালা,
তবে, তাকে তোমাদের মতো করে নেই না,
আমি জ্বালাতনকে দেব নতুন রূপ,
অন্তরের জমায়েত জ্বালা'ই হোক সবার প্রেরণা।


আমার অক্ষি মাঝে এক নদী আছে,
আছে স্বচ্ছ জলধারা।
তবে তাদের মাঝেও লজ্জা আছে,
অহেতুক ঝর-ঝর শ্রাবন নামায় না তারা।
আমি বলি, ওরা হীরার চেয়েও দামী,
যতদিন ওদের জমিয়ে রাখবে ততদিন তুমি নামী।