রক্তক্ষয়ী এক যুদ্ধ শেষে,
সূর্য ঠিকই এ বাংলায় উঠেছিল হেসে,
মুছে দিয়ে হাজারো বছরের পরাধীনতা,
আমরা ঠিকই এনেছিলেম এ বাংলায় স্বাধীনতা।
কত আশা ছিল,কত স্বপ্ন বোনা হল তারপর,
সোনার ধানে পরিপূর্ণ হবে গোলা,হবে মোর সোনার ঘর!!
হবে এক সোনার সংসার,
হতভাগারা জানে না!!দুঃখই হয় সকল স্বপ্নের উপসংহার।
আমিওতো বেঁচে আছি তোমাদের'ই মতো সুখে আর দুখে,
সোনার বাংলার স্বপ্নতো আজও মরেনি,
পোষণ করছি সে স্বপ্ন আজও এই বুকে।
শত সুখে শত দুখে,        
যেথায় থাকি না কেন!থাকি যেই অবস্থায়,
মন শুধু বলে যায়,
তুই বেঁচে থাক হে স্বাধীনতা, নিজের মতো করে,
বেঁচে থাক তুই স্বাধীনতা, বাংলার ঘরে ঘরে।
সেঁতার ,বেহালা,তানপুরা,তবলা আর একতারায়,
স্বাধীনতার সুর বাজুক হাজার বছর ধরে,কভূ যেন সে না হারায়।