একই আকাশ পুরো বিশ্বময়,
তাঁরই নিচে গড়ছি যে যার মতো করে সুখের নীড়,
একই মাটিতে ভরকরে সবে হাঁটি চলি,আজ সে পীড়াজনক,
এ মাটিতে'ই কেন শকুনেরা বারেবার করে ভীড়!
একই আকাশ,একই মাটি,ভূবণ সেও একই বৃত্ত,
কেউবা নাচাঁয়, কেউবা নাঁচি,তাল মিলিয়ে সবাই বাঁচি,
যারা তাল বুঝে না,অসহায় তারা,
বসে দেখে যায় নতুনদিনের নতুন নৃত্য।


বাঁচছি সবাই নিজের মতোই করে,স্বার্থান্ধ নয়া ভূবণ গড়ে,
নির্লজ্জভাবে আছি পড়ে,গড়ছি আপন কক্ষপথ,
সমাজসেবায় কিইবা হবে,সমাজ কি আমায় অন্ন দেবে?
সভ্যতাজনিত স্বভাব এটাই,মানব রিমোট চালিত রোবট।
সমাজশাসন মরুক বাঁচুক,আমার চাই ষোলআনা,
হলে হোক প্রতিবেশী বিপদাগ্রস্থ,যুবসম্প্রদায় মরুক, হোক পথভ্রষ্ট!!
আমার এতে কি আসে যায়!!
আমি ভাই স্বার্থান্ধ, সোজাভাবে বলি কানা।