কে বলে তুমি নাই?
এ স্বাধীন বাংলার স্বাধীন আকাশে প্রতিরোজ তোমায় খুজে পাই,
তুমি মিশে আছ বাংলার মাঠে-ঘাটে,শহরতলি আর পল্লবিতে,
তোমমায় খুজে পাই সকল নগর আর বন্দরে,
তুমি আছ স্বাধীনতাপ্রিয়, কোটি জনতার অন্তরে।
এই বাংলার ফসলের মাঠ,কৃষাণের হাসি,মেঠো পথ আর ঘাসে,
স্বাধীন বাংলার প্রতিটি মর্মে তোমার ছবি ভাসে।
তুমি আছ, তুমি থাকবে,
স্বাধীনতাপ্রিয় প্রতিটা মানুষের হৃদয়ে তুমি,সাম্যের ছবি আঁকবে।
তোমায় খুজে পাই গুণী শিল্পীর মতো,
তোমার শৈল্পিক কারুকাজে,
চিরঅমর তুমি এই বঙ দেশে বাংলার মানুষের মাঝে,
বাংলার উর্বর মাটিতে তুমিই স্বাধীকার চাষি,
তোমার ডাকেই স্বাধীন সূর্য এসেছিল বাংলায় হাসি,
তুমি স্বাধীনতা শব্দের রচয়িতা প্রথম এক কবি,
তুমি সে অমর শিল্পী, যার হাতে আঁকা পরিপূর্ণ স্বাধীনতার ছবি।
বাংলার বাতাস আজও বয়ে বেড়ায় তোমার সে বজ্রধ্বণি,
শত প্রতিকূলতায় আমি যেন সে বজ্রধর বার্তা শুনি,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।।