চিরদুঃখী,সুখ তাহার চিরদৈন্য,
তরঙ্গাহত,কেউ শুনে না মানবেতর জীবনকথা,
দুঃখীরা একা নহে কভূ সঙ্গী অবহেলা,
বৈঠাবিহীন ভেসে যায় তার দুখের ভেলা।
তরঙ্গময় সংসারে সে রোজ খায় দোল,
অবশেষে ভাঙে সকল ভূল।
দুখেভরা ভিটেমাটি, ছাড়িয়া সে হেম ঘর,
স্বপ্নের পথে ছুটেছে স্বপ্নবাজ যাযাবর।
কারোপ্রতি নেই ক্ষোভ,অহিংসামন্ত্র সকলের'ই প্রতি,
সমাজশাসন তোদের দিয়ে গেলাম,
ওহে বাংলার সমাজপতি।


দুঃখাহত বাংলায় দুঃখী আছিস যত,
তোরা যতো সইবি দুঃখ, ওরা যে সুখী হবে ততো।
দুঃখিত মানুষ সমাজের বোঝা, তোরা মানব বেশি  সয়তান,
সমাজপতি মানব নয়, যেন সমাজনীতির ভগবান।
ওরা গড়ুক-লড়ুক,আহাজারি কারো নাইবা শুনুক!
মিথ্যাবাদ যতো পারে করে যাক,
দিনবদলের স্বপ্নময়ী, স্বপ্নবাজেরা বেঁচে থাক।