ওগো রূপবতী সুন্দরী,রূপ দেখে মরি মরি,
বুঝিস না কেনে তুই,শুধুই দেছ জ্বালাতন,
যদি একা থাঁকা যেতো,লিঙ্গভেদ নাহি হতো,
তুর ছলাকলা;হা-হুতাশ, শুনে আমি হই উদাস;বুক হয় ক্ষত।
যদিবা হতি অকর্মণ্য, তবে আমি যে হতেম ধণ্য,
নই আমি নগন্য,আমি তুর ভক্তাগ্রগণ্য,
মুখখানা ঢাকিসনে;ফেলিসনে আঁচল,আজ নাহয় হয়ে গেলি ভক্তবৎসল,
কোথাও ঘুরে আসি;বৃক্ষতলে গিয়ে বসি প্রেম করি চল।
শুধু শুধু রাগ করিস,সব জেনেও ভান করিস,
দেখে পরে থেমে যাস;দৌড়ে ভেগে যাস,ছলনা সবই তুর ব্যস্তবাগীশ,
তোদের অস্ত্রবল ছলনা,যারা আছিস সুন্দরীশ্রেষ্ঠা ললনা,
রোজ যতো নয়া নামেই করি সম্বোধন, সবই অকালবোধন,
অবশেষে বলি হায়, অবলার মন বুঝা বড় দায়,দুলালীরা অণু হয়ে ঢুকে বুকে শুধু জ্বালা দিয়ে যায়,
অতিবেশি ভালবাসা;মিছে আশা;সর্বনাশা, জ্বালা অকারণ।