নীল অদ্ভুত এক নীল,
আমার প্রচন্ড ভালোলাগে এই নীল!
বিশ্বজয় করিতে মানুষ ছুটেছে কোনদিন দেশ হতে দেশান্তর,
আর আমি মগ্নচৈতন্য, ডুবে আছি নীলে,
নীলে নীলে আমি হলেম নীলাম্বর।
নীলপূজা করি কাটি সাতার আনি আরো নীল,
নীল মানে কি শুধুই দুখে কাতর হৃদয়,
কিংবা দুংখের গাংচিল!!
নীলপদ্ম ভালবাসি আমি,নীলে'ই সুখ খুজে অন্তর,
নীলে সাজিয়েছি বর্ণমালা,কত-শত অনুকবিতা,তারপর!!
নীলপরী আসবে ঘরে হবে নীলের বাসর,
আর নীলকে যারা চিনিস দুঃখ বলে তোরা সব জ্বলে মর,
নীল আমার ভালবাসা,নীলিমায় রাঙাব আমার ঘর।