প্রকৃতিতে চলছিল দারুণ উন্মাদণা,
সংকুল এমন দিনে কিছুতেই একেলা ভালোলাগে না,
বারান্দায় গিয়ে বসি ;শুনি হাওয়ার শনশন,
ক্ষণেক্ষণে ভেসে আসে তীব্রতর ঘনস্বন।
ইজিচেয়ার ছেড়ে উঠে, শুরু করি পদচারণ,
ঘনশ্যাম প্রকৃতিতে;পাষাণের হৃদয়েও নাকি হয় প্রেমের রোহণ!!
এমনি দিনে আমিও করেছিলেম প্রেমময় বীজ বপণ,
তোর মাঝে সঁপেছিলেম আমার সবকিছু সঙ্গোপণ।
ভিজে চৌচির তুই-আমি;আশ্রয় দিয়েছিলো প্রিয় সে বরচন্দন,
আজও মিশে আছে হৃদয়ে ;সেই সংবেদন,
তুই না থাকলে পাশে তার কাছে ছুটে যাই যখনতখন।
ভাবতে ভাবতেই প্রকৃতি কেঁদে উঠে;শুরু হয় বরিষণ,
তোকে মিস করছি ভীষণ।
জানি না, কোথায় আছিস, কি করিস,আছিস কেমন,
তুইও কি বাদলা দিনে ভাবিস আমার মতন?
আমার মতো তুরকি কান্না পায় তখন?
তুকে ভেবে কাঁদি আমি রোজরোজ সঙ্গোপন,
বাদলা রঙে প্রতি-রাত্রি রাঙাই আমি এই মন,তুকে মনে পড়ে যখন।