এখানে বাংলো কেনো?এখানে যে ছিলো আফাসির বন,
শৈশবে যেখানটায় লুকোচুরি খেলেছিলেম সারাক্ষণ,
আজ বন নেই,সবুজ নেই;গড়েছিস অট্টালিকা!
খেলা ছেড়ে আজ দোলনা বেছে নিয়েছে;আজকের বালক-বালিকা।
পাশে ছিলো ছোট্ট পুকুর,শ্যাওলা ছিলো তার জলে,
ছেলেবেলা শ্যাওলার বুকেই লাই খেলেছি দলেদলে।
তার পাশে ছিলো সবুজের মাঠ;যেথা ফলত সোনার ধান,
মাঝেমধ্যে হাওয়ায় ভেসে আসতো রাখালিয়া গান।
আজ সবই বিলুপ্ত ধণ,শোভাদায়ক স্মৃতির পাতায়,      
সবুজ ভূলে ইটপাথরের মন্ত্র দিলো সভ্যতায়।


কালেকালে মানবতাবাদ পাল্টেছে তাদের ধারা,
মানবপরিষদ, সমাজের হয়েছে বিবর্তন,
পুরনো ভাব সব ধুয়ে মুছি হলো সভ্যকরণ,
সভ্যসমাজ ইটপাথরে বদলেছে সমাজের চিত্র,
নিজেরা নিজেকে প্রশ্ন করো,
তোমরা কি নিজের মিত্র?