রঙ-তুলিতে আকলাম কতকিছু,
প্রকৃতির রূপ দিলাম নানা,
সুখ-দুখ আজও আঁকা হয়নি,
তার রূপ নেই জানা।
দেখিলাম কত কাব্য, কত শাস্ত্র,
কোথাও নেই সংজ্ঞা লেখা,
তাই বলে আজও রয়ে গেছি অকাট,
হয়নি যে শেখা।
যদি পাইতাম সত্য জ্ঞাণী,
তার পায়ে ধরি বলিতাম কেঁদে,
এই নে ভাই রঙ তুলি;
সুখ দুখের রূপ একে দে।