যত অভিমান, তত মায়া,
সংসারে এ কিসের ছায়া!
কান্নার পরেই সবাই হাঁসে,
কষ্ট দেয় সে; যাকে ভালবাসে।
যদি থাকে কিছু ভুলিবার সাধ,
উল্টো করে মাথায় চেপে বসে ;যেনো জন্মায় নয়া আহ্লাদ।
এ কিসের আহ্বান,কে বুঝে;কে জানে?
তবুও অক্লান্তকর্মা গেয়ে যাই জীবনেরই গান।
কিসের লাগি এ সংসার?
কে ভাবে কার কথা,ভাবনায় মত্ত সকলেই যারযার!
কে আছে মহাসুখে?
ডুবে আছি সবে কোন না কোন দুখে।
তৃপ্তির আড়ালে লুকানো হাজারো অতৃপ্তি,
দৃষ্টি আছে সবার; নাই বুঝার উপযুক্ত শক্তি!
সুখ-দুঃখ সব সয়ে যারা আলোর অভিসারী,
অবশেষে জয়, তাদেরই হয়,
তারাই হবে সংসারী।
শুভকর্ম, শুভচিন্তা, শুভজনক ভাবনায় যার যার,
ভাল রেখে ভাল থেকো;গড়ো আপন সংসার।