আমার একহাতে গণতন্ত্রের মশাল,
আরেক হাতে বিজয় নিশান; স্বাধীন পতাকা।
আমার একচোখে জ্বলিত উচ্ছাস,
অন্য চোখে অস্থিরতা।
আমি চিন্তায় স্বাধীন, তবে প্রকাশক্ষম নই;
আছে নানান বারণ।বারণকারী, অস্ত্রধারী,
একি জ্বালা মরি হরি হরি;
নিজের ঘরেই ভোগছি নির্মম পরাধীনতা।
ক্রোধী আমি ক্ষুব্ধ, রুদ্ধ,
হিন মানসিকতায় নিষ্প্রাণ প্রায়,
গঙ্গাযাত্রী স্বপ্নের স্বাধীনতা।
এখন স্বপ্নেই শুধু স্বাধীন আমি,
বাস্তবে কুড়াই পরাধীনতা।
লৌহে আমার দারুণ জ্বালা,মস্তিষ্কেও তাই,
নামের বেলায় এক বাঙালীজাতি,
আমার আগে পিছে কেহই নাই।
আমি বাঙালিদের শোধাই,
নিজের ঘরে আর কতকাল বন্দি রইবি ভাই?
বাঙালিজাতি বীরোচিত জাতি,
কত সূর্য সন্তান জন্ম দিলো এমাটি,
কেহ বলে তারে সোনার চেয়েও খাঁটি,
আজি সবি যেন রূপকথামালা; বাস্তবরূপ আর নাই!!
কবে তোরা বাঙালি হবিরে ভাই?
আমি বাঙালিদের শোধাই।