একজীবনে কিইবা পেলাম?
আজ মুখোমুখি কিছু পাগলপারা।
এ জীবনে আছে কি আর?
কাররো ভেঙেছি কভু জোড়া লাগিয়েছি সংসার,
এইতো খেলা,এমনি গেলো বেলা,
জীবন মানে কি ভাঙাগড়া?


একজীবনে পেলাম কি আর,
লাঞ্চণা,হতাশা,বিবাদ আর দুঃখ ছারা?
উদাস মনে প্রশ্নমালা,
ওরে কে আছিস? সুখে আছিস কারা?
সুখ চিনেনা যারা,সুখী তারা,
ছোট্ট অবুঝ  শিশু, আজও মায়ের কোলে যারা।
আর যে চিনেছে সুখ,আশায় বেঁধেছে বুক,
তারা সব একেকভাবে ছন্নছাড়া।


এ জীবনপথে দেখেছি কি আর,
কে সঙ্গী আমার, একবুক স্বপ্ন ছারা?
তারে রোজানা ভাঙি, ভেঙে আবার গড়ি,
চলছে বৈঠাবিহীন আমার স্বপ্ন তরী,
আমি একলা যাত্রী কিবা করি?
খেলছি তাই ভাঙাগড়া, সবাই একেকরকম ছন্নছাড়া।