গণতন্ত্র পিপাসিত ভীষণ, জলেরদামে রক্ত চাই।
একটু রক্ত হবে কি দাদা?
দিয়ে দেনা তাজা লাল রক্ত,
নইলে শৌণ্ডিক জাতির উন্নতি ব্যাহত হবে,
ওরা তাজা রক্তের ভক্ত।


রোষাগ্নিতে জ্বলছে জাতি, সবাই রোরুদ্যমান,
দিয়ে দে দাদা একটু রক্ত,
নইলে দেখবি রক্তের বান,
আমি রক্ত চাই, রক্ত দে।


সূরে সূরে, গানে গানে;মানে আর অভিমানে।
সবুজের মাঠ,সোনালী ধানে;বসন্তোৎসব মধুবনে,
শুধু রক্ত চাই, রক্ত দে।


নবজাগরণের আহ্বানে,ছলছলানি কলতানে;তরুণের আত্মদানে,
বিদ্যাপীঠ,পাঠদানে,সাধুদের নানান অনুষ্ঠানে,
শুধু রক্ত চাই,আরও রক্ত দে।


তাজা রক্তের প্রয়োজন,
রক্তই নাকি গণতন্ত্রের প্রধান ভরণ-পোষণ,
রক্ত না দিলে কোন শাসক করবেনা আর শাসন,
রক্তে কেনা স্বাধীনতা, রক্তেমাখা সিংহাসন,
রক্ত চাই আরো রক্ত চাই,
আরো রক্তের প্রয়োজন।