সময় হলেই ব্যাঙের দল
জোরসে করে ঘ্যাঙর ঘ্যাঙ
আর বছরে নিদ্রা ঘরে
আপন মনে দোলায় ঠ্যাং।


মূর্খরা সব ছুটছে দিক
ভাবছে এবার হবেই ঠিক
দিনের শেষে মিথ্যা খতে
দেখছে সবেই চৌদ্দ শিক।


বাঘ-মহিষে বাঁধছে জোট
দিন দুপুরেই করবে লুট
বলছে লোকে পড়ছে ডাকাত
বন্ধ ঘরে চলছে ভোট-


ভোট হবে 'গো ভোট হবে
চোখ বুজে সব লোট হবে
কার ব্যালটে কে মারে ছাপ
বললে কথা চুপ হবে।


ফি বছরেই এমনি হয়
লোটতরাজ এই রাজ্যময়
অন্ধকারে বন্দী মানুষ
কন্ঠা চেপে শাসায় ভয়।