সুনীল সাগরে পাখা মেলেছি
হব দিগন্তে লীন-
উদাস এ গাংচিল মন
ভুলে পিছুটান আজ হারাবার দিন।


ভাঙ্গা মাস্তুলে দাঁড়িয়ে নাবিক
দিশা হীন পথ- শঙ্কিল,
জানেনা কোথায় কূল
ভীরু দুটি চোখ- খোঁজে গাংচিল।


সহস্র যোজন, বহে সীমাহীন
শুক্লা দ্বাদশী রাত,
রূপালী ডানায়, ভেসে অজানায়
একা সাথী ঐ চাদ।


ধূসর তারার, আজ অভিসার
নিথর প্রিয়ার হাত,
কে দেখাবে দিক, একাকী নাবিক
বিষন্ন এই রাত।


বহতা সময় নিরবধি  বয়
সমুখে নতুন ভোর,
সোনালী কিরণ, ত্যাজো দেহ-মন
বাধা সব কর দূর।


এইতো সে দিন! জাগো প্রাণ হীন
উড়াও তোমার পাল,
ঐ সাদা চিল, ডাকছে সুনীল
ছেড়ে দাও আজ হাল।


রচি নব দিক, চলেছে নাবিক
অনন্ত তার পথ,
যত পরাধীন, হয়ে দিশা হীন
অতলে ডুবায় রথ।


ছুড়ে ফেলে ভয়, যত পরাজয়
ভুলে আজ সব দিক,
যেতে অজানায়, রুদ্র ডানায়
উড়ে চলে নির্ভীক!


সুনীল সাগরে পাখা মেলেছি
পাড়ি দিতে মহাকাল,
ভেঙে সময়ের দেয়াল
ছেড়ে যাব আজ- পৃথিবীর মায়া জাল।