স্বৈরাচারীর ঘোড়ায় চেপে
চলছে গণতন্ত্র
তাল হারিয়ে, মাতাল হয়ে
টলছে প্রজাতন্ত্র।


কথার ঝাপি, ফুল ঝুড়িতে
উন্নয়নের মন্ত্র
বক্ষ রোগে খুক্-খুকিয়ে
ধুকছে রাষ্ট্র যন্ত্র।


লোপ পেয়েছে বিদ্যা-বিবেক
জাতির মেরুদন্ড
রাজনীতিতে হাল ধরেছে
ঠগ-জোয়ারি-ভন্ড।


সুশীল সমাজ, বুদ্ধিজীবী
কে ভাল, কে মন্দ?
চাটুকারের দল হয়েছে
দিনের আলোয় অন্ধ।


মুক্ত কথার স্বাধীনতা
মিটিং-মিছিল বন্ধ
শেকল পায়ে বন্দি সকল
অধিকারের স্তম্ভ।