রোদ্র-ছায়ার দিন
চল আকাশ দেব পাড়ি,
যাব দূরের নীলে মিশে
আর যাবোনা ফিরে বাড়ি।


খেয়ালী মেঘের দিন
চল উড়াই রঙ্গিন ঘুড়ি,
দেব তোমার সুতা কেটে
আর বাধাব দুজন আড়ি।


মন খারাপের দিন
চল পালের নৌকা ভাসি,
যাব উজান নদী বেয়ে
শুধু থাকবো সেথায় খুশি।


সব হারানোর দিন
চল নতুন স্বপ্ন আঁকি,
যাব সব না পাওয়া ভুলে
আর দেব যা দেয়ার বাকি।


বন্ধু হওয়ার দিন
চল আবার হাতটি ধরি,
দেব মনের জানলা খুলে
আর অজানায় দেব পাড়ি!