মেঘ- আজ তুমি অঝোরে ঝর
তোমার কান্নায় সিক্ত হোক ধরা,
জেগে উঠুক নিষ্প্রাণ পাথরে- প্রেম
অপূর্ণতার সাগর আজ পূর্ণ কর;


মেঘ- কেন দূরে সরে যাও
শমিত কর তৃষিত এ হৃদয়,
ধূসর স্মৃতিরা চঞ্চল হোক রঙে
যত না পাওয়া- জলে মুছে দাও;


মেঘ- প্লাবিত কর বেদনার নীল নদ
বিরান ভূমিতে কর প্রাণ সঞ্চার,
নোনা বালিতে ফুটোক ফুল
ভেসে যাক দুঃখের কৃষ্ণ হ্রদ;


মেঘ- কেন অধরা হয়ে রও
পরশে ভরিয়ে দাও শূন্যতা,
জড় অনুভূতিতে আসুক চেতনা
একাকী এ পথ চলার সঙ্গী হও।