মেঘ, ও মেঘ কোথায় যাও?  
দূরের দেশে,  রোদ যেথায়,  
মেঘ, ও মেঘ কেন যাও?  
ফসল মাঠে যে বৃষ্টি চাই।  

মেঘ, ও মেঘ একটু দাঁড়াও  
আমায় তোমার সঙ্গে নাও,  
দাড়াবার যে সময় নাই
কৃষাণ আছে অপেক্ষায়।  

মেঘ, ও মেঘ দূরের দেশে  
তোমার কি এক বাড়ি আছে,  
সূর্য্যি মামার রোজ সকালে  
ঘুম ভাঙে কি আমার আগে?  

আমার বাড়ি, আকাশ জুড়ি
যখন ইচ্ছে বেড়াই ঘুরি,  
সূর্য তবে সকল দেশে  
সকাল সাঝে উঠে ডুবে।  

মেঘ, ও মেঘ দূরের শেষে  
আকাশ যেথায় পথে নামে,  
সে দেশে কি ইচ্ছে হলে  
বেড়ায় সবাই তারার মাঝে?  

সব দেশেতে দিনের শেষে
তারার মেলা দূর আকাশে,  
সবার উপর আকাশটাকে
দেখতে পাবে সকল দেশে।  

মেঘ ও মেঘ আমি যদি  
হতাম কোন ছোট্ট পাখি,  
যেতাম উড়ে তোমার সাথে  
অনেক দূরের অজানাতে!